মোনোএ্যামিন
ইরেজি
Monoamine>বাংলা মোনোএ্যামিন।

ফেনল

ক্যাটেকোল

একটি এ্যামিনি গ্রুপের সাথে যদি এ্যারোমেটিক বলয় দুটি কার্বন-শিকলের (-CH2-CH2-) দ্বারা আবদ্ধ হয়, তখন মোনোএ্যামিন তৈরি করে। আর এই জাতীয় এ্যামন যখন স্নায়ুতন্ত্রে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, তখন তাকে মোনোএমিন নিউরোট্র্যান্সমিটার হিসেবে বিবেচিত হয়।

এ্যারোমেটিক জৈবযৌগের ভিত্তি হিসেবে থাকে বেনজিন। এর সাথে যদি একটি হাইড্রোক্সিল যুক্ত হয়, তাহলে তখন তাকে বলা হয় ফেনল। কিন্তু যদি বেনজিন-এর সাথে পাশাপাশি দুটি কার্বোক্সিল থাকে, তখন তাকে বলা হয় ক্যাটেকোল (Catechol)

মোনো-এ্যামিন-এর প্রকরণ: