ডোপামিন

ডোপামিন
এর রাসায়নিক সমার্থক নামগুলো হলো- Dopamine, 2-(3,4-Dihydroxyphenyl)ethylamine; 3,4-Dihydroxyphenethylamine; 3-hydroxytyramine; DA; Intropin; Revivan; Oxytyramine

এটি মোনো-এ্যামিন-এর অন্তর্গত ক্যাটিকোলএ্যামাইন জৈবযৌগ। ক্যাটেকোলামাইন পরিবারের এক প্রকার হরমোন ও নিউরোট্র্যান্সমিটার বিশেষ। এই  নিউরোট্রান্সমিটার হিসেবে মানবদেহে তিনটি  বিশেষ কার্যকর ভূমিকা রাখে।

প্রাকৃতিকভাবেই মানবশরীরে এই জৈবযৌগটি উৎপন্ন হলেও- খাদ্যদ্রব্যের সাথে ডোপামিন মানুষের দেহে প্রবেশ করে। যেমন মানবদেহের বাইরে মানবদেহে খাদ্যের সাথে ডোপামিন প্রবেশ করতে পারে। যেমন- দুধ, পনির ও দইয়ের মতো দুগ্ধজাত সামগ্রী, গরু ও মুরগির অপ্রক্রিয়াজাত খাবার, ওমেগা থ্রি-সহ মাছ, ডিম, কলা, কাজুবাদাম, আখরোট, ডার্ক চকলেট ইত্যাদিতে ডোপামিন রয়েছে।

সুস্বাদু খাদ্যগ্রহণ, খেলাধুলা, যৌন-আকর্ষণজনিত আনন্দের উদ্দীপনা সৃষ্টিতে ডোপামিন সহায়ক ভূমিকা পালন করে। তবে এর পরিমিত নিঃসরণই মানবদেহকে স্বাভাবিক রাখে। দেহে যদি অল্প পরিমাণ ডোপামিন নিঃসরিত হলে পারকিনসনের মতো রোগ হতে পারে, আবার বেশি ডোপামিন নিঃসরণ কিংবা স্নায়ুসন্ধিতে ডোপামিনের আধিক্যের কারণে হ্যালুসিনেশন, উম্মাদ-প্রবণতা বা বাতিক রোগ হতে পারে। এমনকি এর অতিরিক্ত নিঃসরণ হতে সিজোফ্রেনিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে।

মানুষের জীবনযাত্রাকে আনন্দময় করে রাখার জন্য ডোপামিন বিশেষ বিশেষ ভূমিকা রাখে। যৌনানন্দ বা সঙ্গমে আগ্রহ সৃষ্টির পিছনে ডোপামিন বিশেষ ভূমিকা রাখে। এর মধ্য দিয়ে বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণের সৃষ্টি হয়। শিশু যখন, মায়ের স্তনদুগ্ধ পান করে তখন মায়ের মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। ফলে মা শিশুর প্রতি গভীর ভালবাসা অনুভব করেন।