ইন্ডোলএ্যামিন
ইরেজি
Indolamines >বাংলা
ইন্ডোলএ্যামিন।
ইন্ডোল-এর
সাথে এ্যামিনো মূলকের ( -NH2)
যুক্ত হয়ে ইন্ডোলএ্যামিন তৈরি হয়। উল্লেখ্য পাইরোল জৈবযৌগের সাথে
বেঞ্জিন যুক্ত হয়ে ইন্ডোল তৈরি হয়। কিছু ইন্ডোল এ্যামনি মানবদেহে
নিউরোট্রান্সমিটার।
হিসেবে কাজ করে। যেমন:
সেরোটোনিন।