সেরোটোনিন
ইংরেজি :
serotonin।
একপ্রকার নিউরোট্রান্সমিটার। এটি এর রাসায়নিক সংকেত C10H12N2O। রসায়ন বিজ্ঞানের মোনো-এ্যামিন-গ্রুপের ইন্ডোল এ্যামিন-এর অন্তর্গত। নিউরোট্রান্সমিটার হিসেবে এই যৌগটি পাওয়া যায় মস্তিষ্কের স্নায়ুকোষে। এর আধিক্য লক্ষ্য করা যায় রক্তের অনুচক্রিকা ও পরিপাকতন্ত্রের অভ্যন্তরীণ দেওয়ালে পাওয়া যায়।
সেরোটোনিনের হ্রাসবৃদ্ধির কারণে, ক্ষুধা, ঘুম, স্মৃতি, জ্ঞানর্জন, শরীরের তাপমাত্রা, মেজাজ (সুখ, দুঃখ, হতাশা ইত্যাদির দশা), আচরণ ইত্যাদির পরিবর্তন ঘটে। মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ বাড়লে সুখ, উচ্চাশা ইত্যাদি অনুভূতির সৃষ্টি হয়। পক্ষান্তরে সেরোটোনিনের পরিমাণ কমে গেলে মানুষের মনে দুঃখ, হতাশা ইত্যাদির জন্ম হয়। সাধারণভাবে মানুষ মেজাজ কথাটা ব্যবহার করে থেকে মানুষের মানসিক অবস্থার একটি দশা হিসেবে। মানুষ যখন রাগ করে, অশোভন আচরণ করে, তা করে মেজাজের একটি অস্থির দশা থেকে। আর এই অস্থির দশার সৃষ্টি হয় তখনই, যখন মস্তিষ্কে সেরোটোনিনের পরিমাণ কমে যায়।
মদ পান করলে, সেরোটোনিন বৃদ্ধি পায়। ফলে মানুষের মনে সুখানুভূতির আমেজ তৈরি হয়। এই কারণে দুঃখ বেদনা থেকে নিজেকে ভুলিয়ে রাখারা জন্য অনেকে নানা ধরনের ড্রাগ ব্যবহার করে। মূলত এরা এর দ্বারা সেরোটোনিন বৃদ্ধি করে।