রুপা
পদ: বিশেষ্য
        ঊর্ধ্বক্রমবাচকতা  {| মহৎ ধাতু | ধাতু | রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি: Silver

সাদা বর্ণের ধাতব মৌলিক পদার্থ। এর প্রতীক
'Ag'। ল্যাটিন argentum থেকে এই ধাতুর সঙ্কেত গ্রহণ করা হয়েছে। পারমাণবিক সংখ্যা ৪৭। গলনাঙ্ক ৯৬১.৭৮ ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্গ ২১৬২ ডিগ্রি সেলসিয়াস। ।

প্রাচীন কাল থেকে রুপা দিয়ে অলঙ্কার, মুদ্রা এবং বাসনপত্রের ব্যবহার লক্ষ্য করা যায়।