মহৎ ধাতু
জারণ এবং ক্ষয়-প্রতিরোধী যে কোন ধাতু।
ঊর্ধ্বক্রমবাচকতা  { | মহৎ ধাতু | ধাতু | রাসায়নিক মৌল | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
নিম্নক্রমবাচকতা {}
ইংরেজি: noble metal

ব্যাখ্যা: যে সকল ধাতু জারণ বিকৃত হয় না এবং ব্যবহারের কারণে সহজে ক্ষয় হয় না। ব্যাবহারিক ক্ষেত্রে এই সকল ধাতু বেশ মূল্যবান। এই শ্রেণির ধাতুগুলো হলো  প্লাটিনাম, রৌপ্য, স্বর্ণ