পারদ
বানান বিশ্লেষণ: প্+আ+র্+অ+দ্+অ
উচ্চারণ:
pa.rord̪ (পা.রোদ্)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পার+
দা (দান করা) +অ (ক), কর্তৃবাচ্য
শব্দ-উৎস: সংস্কৃত পারদ> বাংলা পারদ
পদ:
বিশেষ্য  

প্রতীক Hg
পারমাণবিক ওজন ২০০.৫৯
পারমণবিক সংখ্যা ৮০
ইলেক্ট্রোন সংখ্যা ৮০
প্রোটোন ৮০
ইলেক্টোন কক্ষ: ২ ৮ ১৮ ৩২ ১৮ ২
ইলেক্ট্রোন শক্তিবিন্যাস :
4f14 5d106s2
গলনাঙ্ক :  -৩৮.৮৩ ডিগ্রি সেলসিয়াস।
স্ফুটনাঙ্ক : ৩৫৬.৭৩ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক গুরুত্ব: ২২.৫৬ গ্রাম/ঘন সেমি

এটি একটি ভারী, রুপালী সাদা ধাতু ও মৌলিক পদার্থ। একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। অন্যান্য ধাতুর তুলনায় এর তাপ পরিবাহিতা কম কিন্তু তড়িৎ পরিবাহিতা বেশি।

পারদ খুব দুষ্প্রাপ্য ধাতু। একটি একমাত্র তরল ধাতু। প্রকৃতিতে খুব অল্প পরিমাণই মুক্ত অবস্থায় বিরাজ করে। এর প্রধান উৎস হল এর সালফাইড আকরিক, সিনাবার (HgS) আকরিক। এই আকরিক স্পেন, ইতালি, অস্ট্রিয়া, ক্যালিফোর্নিয়া প্রভৃতি স্থানে পাওয়া যায়।