প্রতীক
Hg
|
এটি একটি ভারী, রুপালী সাদা ধাতু ও মৌলিক পদার্থ। একমাত্র ধাতু যা আদর্শ
তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে। অন্যান্য ধাতুর তুলনায় এর তাপ পরিবাহিতা কম
কিন্তু তড়িৎ পরিবাহিতা বেশি।
পারদ খুব দুষ্প্রাপ্য ধাতু। একটি একমাত্র তরল ধাতু। প্রকৃতিতে খুব অল্প পরিমাণই মুক্ত অবস্থায় বিরাজ করে। এর প্রধান উৎস হল এর সালফাইড আকরিক, সিনাবার
(HgS)
আকরিক। এই আকরিক স্পেন, ইতালি, অস্ট্রিয়া, ক্যালিফোর্নিয়া প্রভৃতি স্থানে পাওয়া যায়।