দা
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- দান করা, দেওয়া
এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়- তার তালিকা দেওয়া হলো।


                   
জল-দা (দান করা) +অ (ক)=জলদ
                  
দা (দান করা) +
অন্ (ল্যুট)=দান
                  
আ-
দা  (দান করা) +ই (কি)=আদি
                  
দা (দান করা) +ইন্ (ণিনি) =দায়ী
                   উদ্
-দা (দান করা) +ত (ক্ত) =উদাত্ত
                   
দা (দান করা) +তৃ (তৃচ্)=দাতা

এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়যেমন- দাও {Öদা (দান করা) +ও} মধ্যযুগীয় বাংলায় এই ধাতুর কিছু রূপ পাওয়া যায় যেমন- দাইআ, দায়্যে ইত্যাদি।    

এই ধাতু থেকে উত্পন্ন তদ্ভব ধাতু হলো দিদেখুন : দি

 

২. এই ধাতুর অপর একটি অর্থ হলো- ছেদন করা মধ্যযুগীয় কবিতায় এর সামান্য প্রচলিত ছিল বর্তমানে এর ব্যবহার একেবারেই নেই দৈত্য দাণিল (শ্রীকৃষ্ণ কীর্তন)