সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল

এই প্রত্যয় ক্রিয়ামূলের পরে বসে ক্রিয়ামূলের বর্ণবিন্যাসে পরিবর্তন ঘটিয়ে নূতন একটি ক্রিয়ামূল তৈরি করে। এই কারণে এই প্রত্যয়কে ধাত্ববয়ব বলা হয় এবং এই প্রত্যয়যুক্ত হওয়ার পর যে নূতন ক্রিয়ামূল তৈরি হয় তাকে বলা হয়- ণিজন্ত ক্রিয়ামূল। গ্রন্থভেদে এর লিখিত রূপের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। যেমন― এই প্রত্যয়ের ণ, চ ইৎ হয় এবং ই ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন―
চল্ + ই (ণিচ)= চালি
এই প্রত্যয় থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূলের তালিকা দেওয়া হলো।