কদি
সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। কদ্ (বিবশ করা) + ই (ণিচ)=কদিএই  ক্রিয়ামূল -এর ভাবগত অর্থ হলো বিবশ হওয়া এই ক্রিয়ামূল -এর সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ গঠন করে। নিচে এই সকল প্রত্যয় এবং পদের তালিকা দেওয়া হলো-

                        Öকদি (বিবশ করা) +অম্ব (অম্বচ্)=কদম্ব