চর্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো– গমন বা আচরণ। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।

                  গমন করা অর্থে-
                 চর্ (গমন করা) +
অ (অচ্) =চর
                                                 সহ-
চর্ (গমন করা) +অ (ট) =সহচর
                                                       চর্ (গমন করা) +অন =চরণ (পা)
                                                      
চর্ (গমন করা) +অম (অমচ্) =চরম
                                                     
 চর্ (গমন করা) +ন (নক)=চীর্ণ
                  আচরণ করা অর্থে-
   আ-
চর্ (আচরণ করা)+অন্ (ল্যুট) =আচরণ
                                            
আ-
চর্ (আচরণ করা)+অনীয় (অনীয়রঃ) =আচরণীয়
                                               
চর্ (আচরণ করা)+ত (ক্ত)=চরিত 
                                            
আ-চর্ (আচরণ করা)+য (যৎ)=আচর্য্য
                                            

এই ধাতু থেকে উপসর্গজাত সাধিত হলো- আচর (আ-চর)দেখুন : আচর
এই ধাতু থেকে উৎপন্ন প্রত্যয়জাত ধাতু হলো- চরা (চর্ +আ) দেখুন : চরা
এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- চারি {চর্ +ণিচ}দেখুন : চারি

এই ক্রিয়ামূল থেকে বাংলা অকর্মক ক্রিয়াপদ সৃষ্টি করে কাল, পুরুষ ও সাধু/চলিত রীতি অনুসারে এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হল

চলিত রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

চরে

চরেন

চরেন

চর

চরি

চরি

ঘটমান

চরছে

চরছেন

চরছেন

চরছ

চরছিস

চরছি

পুরাঘটিত

চরেছে

চরেছেন

চরেছেন

চরেছ

চরেছিস

চরেছি

অনুজ্ঞা

চরু

চরুন

চরুন

চর

চর

 

অতীত

সাধারণ

চরল

চরলেন

চরলেন

চরলে

চরলি

চরলাম

নিত্যবৃত্ত

চরত

চরতেন

চরতেন

চরতে

চরতি

চরতাম

ঘটমান

চরছিল

চরছিলেন

চরছিলেন

চরছিলে

চরছিলি

চরছিলাম

পুরাঘটিত

চরেছিল

চরেছিলেন

চরেছিলেন

চরেছিলে

চরেছিলি

চরেছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

চরবে

চরবেন

চরবেন

চরবে

চরবি

চরব

ঘটমান

চরতে থাকবে

চরতে থাকবেন

চরতে থাকবেন

চরতে থাকবে

চরতে থাকবি

চরতে থাকব

পুরাঘটিত

চরে থাকবে

চরে থাকবেন

চরে থাকবেন

চরে থাকবে

চরে থাকবি

চরে থাকব

অনুজ্ঞা

     

চরো

রিস

 

সাধু রূপ 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক
(তিনি)

সম্ভ্রমাত্মক
(আপনি)

সাধারণ
(তুমি)

তুচ্ছ
(তুই)

আমি

বর্তমান

সাধারণ

চরে

চরেন

চরেন

চর

চরিস

চরি

ঘটমান

চরিতেছে

চরিতেছেন

চরিতেছেন

চরিতেছ

চরিতেছিস

চরিতেছি

পুরাঘটিত

চরিয়াছে

চরিয়াছেন

চরিয়াছেন

চরিয়াছ

চরিয়াছিস

চরিয়াছি

অনুজ্ঞা

চরুক

চরুন

চরুন

চর

চর

 

অতীত

সাধারণ

চরিল

চরিলেন

চরিলেন

চরিলে

চরিলি

চরিলাম

নিত্যবৃত্ত

চরিত

চরিতেন

চরিতেন

চরিতে

চরিতিস

চরিতাম

ঘটমান

চরিতেছিল

চরিতেছিলেন

চরিতেছিলেন

চরিতেছিলে

চরিতেছিলি

চরিতেছিলাম

পুরাঘটিত

চরিয়াছিল

চরিয়াছিলেন

চরিয়াছিলেন

চরিয়াছিলে

চরিয়াছিলি

চরিয়াছিলাম

ভবিষ্যৎ

সাধারণ

চরিবে

চরিবেন

চরিবেন

চরিবে

চরিবি

চরিব

ঘটমান

চরিতে থাকিবে

চরিতে থাকিবেন

চরিতে থাকিবেন

চরিতে থাকিবে

চরিতে থাকিবি

চরিতে থাকিব

পুরাঘটিত

চরিয়া থাকিবে

চরিয়া থাকিবেন

চরিয়া থাকিবেন

চরিয়া থাকিবে

চরিয়া থাকিবি

চরিয়া থাকিব

অনুজ্ঞা

     

চরিয়ো

চরি

 

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : চরিতে, চরিলে, চরিয়া।          চলিত রীতি :  চরতে, চরলে, চরে