চর্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত
অর্থ হলো– গমন বা আচরণ ।
এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল
শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।
উৎস:সংস্কৃত
√কৃ>
প্রাকৃত
√চর্
বাংলা
√চর্।
ভাবগত অর্থ: বিচরণ করা, আচরণ করা গণ: ব্যঞ্জনান্ত,
(কর্ -গণ্) প্রয়োজক ধাতু:
√চর্ +আ=√চরা।