চর্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো– গমন বা আচরণ । এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।

উৎস:
সংস্কৃতকৃ> প্রাকৃত √চর্ বাংলা √চর্।
ভাবগত অর্থ: বিচরণ করা, আচরণ করা
গণ: ব্যঞ্জনান্ত, (কর্ -গণ্)
প্রয়োজক ধাতু: √চর্ +আ=√চরা।

                  গমন করা অর্থে- √ চর্ (গমন করা) +
অ (অচ্) =চর
                                             সহ-
চর্ (গমন করা) +অ (ট) =সহচর
                                              চর্ (গমন করা) +অন =চরণ (পা)
                                              
চর্ (গমন করা) +অম (অমচ্) =চরম
                                              
চর্ (গমন করা) +ন (নক)=চীর্ণ
                  আচরণ করা অর্থে- আ- √ চর্ (আচরণ করা)+ অন্ (ল্যুট) =আচরণ
                                             (আচরণ করা)+ অনীয় (অনীয়রঃ) =আচরণীয়
                                               
চর্ (আচরণ করা)+ত (ক্ত)=চরিত 
                                            
আ-চর্ (আচরণ করা)+য (যৎ)=আচর্য্য
                                            

এই ধাতু থেকে উপসর্গজাত সাধিত হলো- আচর (আ-চর)দেখুন : আচর
এই ধাতু থেকে উৎপন্ন প্রত্যয়জাত ধাতু হলো- চরা (চর্ +আ) দেখুন : চরা
এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু হলো- চারি {চর্ +ণিচ}দেখুন : চারি

এই ক্রিয়ামূল থেকে বাংলা ক্রিয়াপদ সৃষ্টি করে [দ্রষ্টব্য চর্]