বাসি সংস্কৃত ণিজন্ত ক্রিয়ামূল। Öবাসি {Öবস্ (আচ্ছাদিত করা) +ণিচ}। এই ক্রিয়ামূলের ভাবগত অর্থ হলো− আচ্ছাদন করা। এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বিভিন্ন অর্থে বিভিন্ন পদ তৈরি হয়। এর ভিতর থেকে বাংলায় ব্যবহৃত শব্দের তালিকা নিচে তুলে ধরা হলো।
Öবাসি {Öবস্ ( আচ্ছাদন করা) +ই (ণিচ)}+অর্ =বাসর