বস্ 
১. সংস্কৃত 
ক্রিয়ামূল। 
এই ক্রিয়ামূলের ভাবগত 
অর্থ হলো−
আচ্ছাদন 
করা, বাস করা, সুবাসিত করণ, 
কামনা করা। 
এই 
ক্রিয়ামূল থেকে উৎপন্ন 
বিভিন্ন অর্থে বিভিন্ন পদ তৈরি হয়। 
এর ভিতর থেকে বাংলায় ব্যবহৃত 
শব্দের তালিকা নিচে তুলে ধরা হলো।
Öবস্ (বাস করা) +অ (ঘঞ্)=বাস (বস্ত্র)।
Öবস্ (বাস করা) +অন্ (ল্যুট)=বসন।
Öবস্ (বাস করা)+ইন (ইনি)=বাসী
Öবস্ (বাস করা) +অন্ত (ঋচ্)=বসন্ত
Öবস্ (বাস করা) +ত্র (ষ্ট্রন)=বস্ত্র
আচ্ছাদন অর্থে:  
Öবস্ 
(আচ্ছাদন করা)+ অ =বাস (বস্ত্র)।
        
এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত পদ হলো- 
Öবাসি {Öবস্ 
(আচ্ছাদিত করা) +ণিচ}।  
         দেখুন : বাসি।
২.
বাংলা ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো− বাস করা।
এই ক্রিয়ামূলজাত অকর্মক ক্রিয়া মধ্যযুগীয় বাংলা কাব্যে ব্যবহৃত হয়েছে।
যেমন−
কুম্ভকারের বাড়ীতে বসেন/মহাভারত।
বিজয় পণ্ডিত।
সূত্র : বঙ্গীয় শব্দকোষ/হরিবরণ বন্দ্যোপাধ্যায়।
আধুনিক বাংলায় এই ধাতুজাত ক্রিয়াপদের ব্যবহার লক্ষ্য করা যায় না।
৩. 
সংস্কৃত
উপ-Öৱিস্>প্রাকৃত 
Öউরইস>Öবইস>বাংলা
Öবৈস্>Öবস্।
ক্রিয়ামূল।
এই ধাতুর ভাবগত 
অর্থ হলো- উপবেশন করা।
এই ধাতুজাত অকর্মক ক্রিয়াপদ বাংলাতে ব্যবহৃত হয়।
নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা তুলে ধরা হলো।
ৱস্
সংস্কৃত 
ৱস্ 
ক্রিয়ামূলের ভাবগত অর্থ হলো 'দীপ্তি'। এই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত 
হয়ে নতুন পদ তৈরি করে। এর ভিতরে যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে 
দেওয়া হলো।
Öৱস্ (দীপ্তি)+উ=ৱসু>বসু