ইন্ (ইনি): সংস্কৃত প্রত্যয়
এই প্রত্যয় যে সকল ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তাদের ভিতর থেকে যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।
এই
গ্রন্থে
ইন্ (ইনি) হিসাবে প্রত্যয়টি
গ্রহণ করা হলো। এই প্রত্যয় ব্যবহারের ফলে শব্দমূলের যে পরিবর্তন ঘটে, তা হলো−
১. শব্দের সাথে ইন্ যুক্ত হয় এবং কর্তৃবাচ্যে পুরুষবাচক শব্দে ন লোপ পায় এয় ঈ যুক্ত
হয়। যেমন−
অংশ,+ইন্ (ইনি)=অংশিন্> অংশী
অঙ্গ।+ ইন্ (ইনি)= অঙ্গীন্> অঙ্গী
ঋণ +ইন্ (ইনি)=ঋণিন্>ঋণী।
কৃত+ ইন্ (ইনি)=কৃতিন্>কৃতী
কেশ +ইন্ (ইনি)=কেশিন্>কেশী
গর্ব + +ইন্ (ইনি)=গর্বিন্>গর্বী
ভাগ + ইন্ (ইনি)=ভাগিন্>ভাগী
মাল+ ইন্ (ইনি)=মালিন্>মালী