ধারি
ণিজন্ত ক্রিয়ামূল সংস্কৃত ধৃ ক্রিয়ামূল থেকে এই ক্রিয়ামূল উৎপন্ন হয়েছে।
 ধারি {
ধৃ  (ধারণ করা) + ই (ণিচ)}
এর ভাবগত অর্থ হলো- ধারণ
করা এই ক্রিয়ামূল যে সকল প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে বিভিন্ন পদ তৈরি করে, নিচে তার তালিকা দেওয়া হলো।

ধারি (ধারণ করা) +অন্ (ল্যুট) =ধারণ।