তৄ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো গমন করা, উত্তীর্ণ হওয়া, প্রদান করা এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।
 

অব-{ (গমন করা) + অ (অ)= অবতর (সঞ্চার)
          
অব-{ (গমন করা) +
অন্ (ল্যুট)=অবতরণ
          অব- (গমন করা) +
অ (অপ্) =অবতর
          
অব-তৄ (উত্তীর্ণ হওয়া) +অ (ঘঞ্)=অবতার (অবতীর্ণ)
          
তৄ (উত্তীর্ণ হওয়া) +অঙ্গ (অঙ্গচ্)=তরঙ্গ
          
তৄ (উত্তীর্ণ হওয়া) +উন (উনন্)
          
তৄ (গমন করা) +উ=তরু
 

            প্রদান করা অর্থে      বি-তৄ (প্রদান করা) +অনট =বিতরণ (বণ্টন করা)
                                      বি-
তৄ (প্রদান করা) +ত (ক্ত) =বিতরিত (বণ্টিত)
 

এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু তারি {তৄ  (উত্তীর্ণ হওয়া) +  ই (ণিচ)} দেখুন : তারি
এই ধাতু থেকে উৎপন্ন অপারাপর সাধিত ধাতু
Öঅবতর, Öউত্তর, Öতর দেখুন : অবতর, উত্তর, তর