অ (অ)
সংস্কৃত কৃৎপ্রত্যয় প্রত্যয়।সাধারণত এই প্রত্যয় ক্রিয়ামূলে-র সাথে যুক্ত হয়ে ক্রিয়ামূলে শেষের হসন্ত লোপ করে। এই প্রত্যয়জাত যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো ।

অংশ্ (ভাগ করা) + অ (অ)=অংশ
অংস্ (ভাগ করা)  +অ (অ) =অংস
Öঅর্থি {Öঅর্থ  (বিবেচনা করা)+ই (ণিচ)}+অ (অ)=অর্থ
কুৎস (নিন্দা করা) +অ (অ) +আ (টাপ্) =কুৎসা
Öকূট্  (ব্যাপ্তি) +অ (অ)=কূট
ক্ষুড়্ (বন্ধন করা) + অ (অ)=ক্ষোড়
অব-
{
তৄ
(গমন করা) + অ (অ)= অবতর (সঞ্চার)
Öভাষ্ (কথা বলা) + অ (অ) = ভাষ


সূত্র :