অংশ
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃo (অঙ্‌.শো)
শব্দ-উৎস: সংস্কৃত  অংশ> বাংলা অংশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:অংশ্ (ভাগ করা) + অ (অ), কর্মবাচ্য
পদ : ১.বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }
অর্থ:
১.১. এমন কিছুর ভাগ, যা আলাদাভাবে চিহ্নিত করা যায়
সমার্থক শব্দাবলি: অংশ, অংশক, অংশাংশ, অংস, খণ্ড, টুকরা, টুকরো, ভাগ
ইংরেজি:
part, portion

১.২.কোনো কিছুর সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত হয়েও অংশ হিসাবে চিহ্নিত হয়ে থাকে। বা কোনো কোনো অখণ্ড সত্তার অংশ।
সমার্থক শব্দাবলি: অংশ, ভাগ
উদাহরণ: অবশিষ্ট যাহা ছিল তাহা অংশ করিয়া লইতে লাগিল। অক্ষয়কুমার দত্ত, ১৮৪৭।
ইংরেজি:
part, portion, component part, component
১.৩. অঙ্কের অংশ।
উদাহরণ: ভগ্নাংশ
ইংরেজি:
component, part, component

১.৪. বৃত্তের পরিধি ৩৬০ ভাগের ১ ভাগ ডিগ্রি (
degree ) পরিমিত অংশ।
ইংরেজি:
component part, component

১.৫. রাশি চক্রের ১২ বা ৩০ ভাগের এক ভাগ।
ইংরেজি:
component part, component

১.৬. অংশাংশ, কলা, ভাগ,(চন্দ্রকলা)।
ইংরেজি:
component part, component

১.৭. পক্ষ অর্থে- পক্ষ। (বিবাদে কোনো অংশই কম যায় না।)
ইংরেজি: part

১.৮. অংশের একটি প্রকার (সুনির্দিষ্ট অংশ), যা অংশের অংশ হিসাবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি: অংশ, অংশবিশেষ, অংশাংশ, অংস, অল্প একটু, একাংশ, কলা, খণ্ড, খণ্ডিতাংশ, টুকরা টুকরো, ভাগ, ভাগের ভাগ।
২. ঊর্ধ্বক্রমবাচকতা] { সংশ্রব | আগ্রহ | ঔৎসুক্য | সুপ্রজ্ঞা দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }
অর্থ:
২.১. ঘটনার বা বিষয়ের খণ্ডিত রূপ।
সমার্থক শব্দাবলি: অংশ, কর্মাংশ
উদাহরণ: যে কোন কর্মাংশ, পরীক্ষার লিখিত ও মৌখিক অংশ।
ইংরেজি: (part (they resisted every effort on his part)

২.১. ব্যক্তি সত্তার বিভাজিত রূপ।
উদাহরণ: এক অংশে চারি অংশ হৈলা নারয়াণ। [কৃত্তিবাস ১৬৫০]

৩. ঊর্ধ্বক্রমবাচকতা {চরিত্রায়ণ | অভিনয় | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | কার্যক্রম | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: কোনো মানুষের চরিত্রকে দর্শকের সামনে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হলো চরি ত্রায়ণ। নাটকের প্রতিটি চরিত্র একটি নাটকের অংশ।
সমার্থক শব্দাবলি: অংশ, চরিত্র।
উদাহরণ: এই নাটকের মূখ্য অংশে তিনি অভিনয় করেছিলেন।
ইংরেজি : character, role, theatrical role, part, persona -- (she played the part of Desdemona)
৪. ঊর্ধ্বক্রমবাচকতা { সম্পদ | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: মালিকানার সূত্রে ব্যবহার উপযোগী বস্তু বা বৈষয়িক মূল্য আছে এমন যে কোনো সামগ্রী বা উপকরণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেউ এককভাবে সম্পদের মালিকানার দাবিদার হতে পারে আবার অংশবিশেষের দাবিদার হতে পারে। এই অংশবিশেষের অধিকারকে শেয়ার বা অংশিত্ব বলা হয়।
সমার্থক শব্দাবলি: অংশ, অংশিত্ব, শেয়ার, স্বত্ব
উদাহরণ: এই সম্পত্তিতে আমার অংশ আছে।
ইংরেজি:
share, portion, part, percentage
৫. ঊর্ধ্বক্রমবাচকতা ঊর্ধ্বক্রমবাচকতা { স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
৭.১. প্রাকৃতিক কোনো লক্ষ্যবস্তু, যা একাধিক অংশে বিভক্ত হলেও- অংশগুলি স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়ে থাকে।
উদাহরণ: পথটি দুই অংশে বিভাজিত হয়েছে, এর একটি অংশ কাদায় ভরা।
৭.২. শরীরের কোনো বিশেষ অংশ বা < দেহের কোন অঙ্গ বা সম্পূর্ণ দেহের একটি ভাগ। পক্ষাঘাতে তার শরীরের একটি অংশ অচল হয়ে গিয়েছে।
ইংরেজি:
body part
৬. ঊর্ধ্বক্রমবাচকতা { অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: ৬.১. বৃহৎ অবস্থানের অংশ ।
উদাহরণ :  প্রতিবছর বন্যায় দেশের নিম্নাংশ প্লাবিত হয় ।
সমার্থক শব্দাবলি : অঞ্চলাংশ, খণ্ড
ইংরেজি :
region
অর্থ:
৬.২. নির্দিষ্ট ধারণাবাচক অংশ।।
সমার্থক শব্দাবলি: একাংশ, একপার্শ্ব
উদাহরণ : মাঠের একাংশে রৌদ্র, অপর অংশে ছায়া ছিল ।
ইংরেজি :
region, part

৭. ঊর্ধ্বক্রমবাচকতা {| দেবাংশ |হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: সনাতন হিন্দু ধর্মমতে, কোনো কোনো মানুষ দেবতার অংশ হিসেবে মানুষরূপে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন। এদের পিতা ছিলেন দেবতা আর মা ছিলেন মানবী। যেমন-

উদাহরণ: অর্জুন দেবরাজ ইন্দ্র -এর অংশে জন্মেছিলেন।
 

. ঊর্ধ্বক্রমবাচকতা {অবতার | দেবাংশ |হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ:
হিন্দু ধর্মমতে, যিনি কোনো দেবতার অংশ হিসাবে মানুষ বা অন্য কোনো সত্তারূপে জন্মগ্রহণ করেন।
সমার্থক শব্দ: অংশন , অবতার শব্দ বিবর্তন:

৯ . ঊর্ধ্বক্রমবাচকতা {|হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:
১০. ঊর্ধ্বক্রমবাচকতা { দেহাংশ| খণ্ডাংশ| স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: যা ভার বহনের দ্বারা পীড়িত হয় বা রুগ্‌ণ হয় বা যা মস্তক ধারণ করে।
সমার্থক শব্দাবলি : অংশ, অংস, কন্ধ, কন্ধর , কাঁধ , স্কন্ধ, স্কন্ধদেশ

পদ ২. বিশেষণ
অর্থ: বৃহৎ কোনো সত্তার প্রধান বা মুখ্য ভাগ। যেমন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে রাগের প্রধান স্বরকে বলা হয়। এই স্বরকে প্রাধান্য দিয়ে অন্যান্য স্বরের বিন্যাস ঘটে থাকে, তাই একে কেন্দ্রীয় স্বর হিসাবে বিবেচিত হয় অংশস্বর

অংশ শব্দের সাথে সম্পর্কিত শব্দাবলি:

অংশ শব্দযুক্ত ক্রিয়ামূল :
ভাগ অর্থে অংশ শব্দের সাথে বিভিন্ন ক্রিয়ামূল বসে সংযোগ-মূলক ক্রিয়ামূলের সৃষ্টি করে। যেমন‒‒

সূত্র :