১. ঊর্ধ্বক্রমবাচকতা { | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }part, portion
অর্থ:১.১. এমন কিছুর ভাগ, যা আলাদাভাবে চিহ্নিত করা যায়
সমার্থক শব্দাবলি: অংশ, অংশক, অংশাংশ, অংস, খণ্ড, টুকরা, টুকরো, ভাগ।
ইংরেজি:
১.৩. অঙ্কের অংশ।
২.১. ঘটনার বা বিষয়ের খণ্ডিত রূপ।
সমার্থক শব্দাবলি: অংশ, কর্মাংশ।
উদাহরণ: যে কোন কর্মাংশ, পরীক্ষার লিখিত ও মৌখিক অংশ।
ইংরেজি: (part (they resisted every effort on his part)
২.১. ব্যক্তি সত্তার বিভাজিত রূপ।
উদাহরণ: এক অংশে চারি অংশ হৈলা নারয়াণ। [কৃত্তিবাস ১৬৫০]
৩.
ঊর্ধ্বক্রমবাচকতা
{চরিত্রায়ণ
|
অভিনয়
|
নির্দিষ্ট
কার্যকলাপ
|
মনুষ্য কার্যকলাপ
|
কার্যক্রম
|
মনস্তাত্ত্বিক
ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ:
কোনো মানুষের চরিত্রকে দর্শকের সামনে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন
করা হলো চরিত্রায়ণ।
নাটকের প্রতিটি চরিত্র একটি নাটকের অংশ।
সমার্থক শব্দাবলি: অংশ, চরিত্র।
উদাহরণ: এই নাটকের মূখ্য অংশে তিনি অভিনয় করেছিলেন।
ইংরেজি :
character, role, theatrical
role, part, persona -- (she played the part of Desdemona)
৪. ঊর্ধ্বক্রমবাচকতা { সম্পদ | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: মালিকানার সূত্রে ব্যবহার উপযোগী বস্তু বা বৈষয়িক মূল্য আছে এমন যে কোনো সামগ্রী বা উপকরণ সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেউ এককভাবে সম্পদের মালিকানার দাবিদার হতে পারে আবার অংশবিশেষের দাবিদার হতে পারে। এই অংশবিশেষের অধিকারকে শেয়ার বা অংশিত্ব বলা হয়।সমার্থক শব্দাবলি: অংশ, অংশিত্ব, শেয়ার, স্বত্ব।
উদাহরণ: এই সম্পত্তিতে আমার অংশ আছে।
ইংরেজি: share, portion, part, percentage।৫. ঊর্ধ্বক্রমবাচকতা ঊর্ধ্বক্রমবাচকতা { স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:৭.১. প্রাকৃতিক কোনো লক্ষ্যবস্তু, যা একাধিক অংশে বিভক্ত হলেও- অংশগুলি স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়ে থাকে।
উদাহরণ: পথটি দুই অংশে বিভাজিত হয়েছে, এর একটি অংশ কাদায় ভরা।
৭.২. শরীরের কোনো বিশেষ অংশ বা দেহের কোন অঙ্গ বা সম্পূর্ণ দেহের একটি ভাগ।
উদাহরণ: পক্ষাঘাতে তার শরীরের একটি অংশ অচল হয়ে গিয়েছে।
ইংরেজি: body part।৬. ঊর্ধ্বক্রমবাচকতা { অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: ৬.১. কোন বৃহৎ অবস্থানের অংশ।সমার্থক শব্দাবলি : অঞ্চলাংশ, খণ্ড।
উদাহরণ : প্রতিবছর বন্যায় দেশের নিম্নাংশ প্লাবিত হয়।
ইংরেজি : region।
অর্থ: ৬.২. নির্দিষ্ট ধারণাবাচক অংশ।।
সমার্থক শব্দাবলি: একাংশ, একপার্শ্ব।
উদাহরণ : মাঠের একাংশে রৌদ্র, অপর অংশে ছায়া ছিল।
ইংরেজি : region, part
৭. ঊর্ধ্বক্রমবাচকতা { | দেবাংশ | হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দেবতা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: সনাতন হিন্দু ধর্মমতে, কোনো কোনো মানুষ দেবতার অংশ হিসেবে মানুষরূপে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন। এদের পিতা ছিলেন দেবতা আর মা ছিলেন মানবী। যেমন-
৮.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
অবতার
|
হিন্দু দেবতা
|
হিন্দু দৈবসত্তা
|
দেবতা
|
দৈবসত্তা
|
অতিপ্রাকৃতিক সত্তা
|
অতিপ্রাকৃতিক বিশ্বাস
|
বিশ্বাস
|
প্রজ্ঞা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক
ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ:
হিন্দু ধর্মমতে, যিনি কোনো দেবতার অংশ হিসাবে মানুষ বা অন্য কোনো সত্তারূপে
জন্মগ্রহণ করেন।
সমার্থক শব্দ:
অংশন,
অবতার।
শব্দ বিবর্তন:
সর্বপ্রাচীন নমুনা ১৪৭৩-১৪৮১ খ্রিষ্টাব্দ।
অবনী মণ্ডলে গীয়া নিজ নিজ অংশ হয়্যা। [শ্রীকৃষ্ণবিজয়। মালাধর বসু। ]
ইংরেজি
:
an
incarnation; an incarnation, an avatar; a personation
৯.
ঊর্ধ্বক্রমবাচকতা
{| হিন্দু দেবতা
| হিন্দু দৈবসত্তা
| দেবতা
|
দৈবসত্তা
| অতিপ্রাকৃতিক সত্তা
| অতিপ্রাকৃতিক বিশ্বাস
| বিশ্বাস
| প্রজ্ঞা
| জ্ঞান
| মনস্তাত্ত্বিক ঘটনা
| বিমূর্তন
। বিমূর্ত-সত্তা
| সত্তা|}
অর্থ:
ঋগ্বেদ এর মতে- আদিত্যদের একজন। ঋগ্বেদের ২য় মণ্ডলের ২৭ সূক্তে ছয়জন আদিত্য-এর নাম পাওয়া যায়। এঁরা হলেন মিত্র, অর্যমা, ভগ, বরুণ, দক্ষ এবং অংশ। কশ্যপ -এর ঔরসে অদিতি'র গর্ভে এঁর জন্ম হয়েছিল। দ্বাদশমূর্তি রূপে সূর্য দ্বাদশ আদিত্য-এ বিভাজিত।
হরিবংশ মতে- এই দ্বাদশ আদিত্য-এর একটির নাম ‘অংশ’।
পদ ২.
বিশেষণ
১০. ঊর্ধ্বক্রমবাচকতা
{
দেহাংশ
|
খণ্ডাংশ
|
স্বতন্ত্র
সত্তা
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যা ভার বহনের দ্বারা পীড়িত হয় বা রুগ্ণ হয়
বা যা মস্তক ধারণ করে।
সমার্থক শব্দাবলি :
অংশ,
অংস,
কন্ধ,
কন্ধর,
কাঁধ,
স্কন্ধ,
স্কন্ধদেশ।
ইংরেজি :
shoulder
দেখুন: অংশস্বর।
অংশ শব্দের সাথে সম্পর্কিত শব্দাবলি:
প্রত্যয়জাত শব্দ:
অংশক,
অংশত,
অংশত্ব,
অংশন,
অংশনীয়,
অংশনীয়া,
অংশমান,
অংশয়িতব্য,
অংশয়িতব্যা,
অংশানো,
অংশিকা,
অংশিত,
অংশিতা,
অংশিত্ব,
অংশিনী।
যুক্তশব্দ (পূর্বপদ):
অংশকল্পনা,
অংশকারক,
অংশকারিকা,
অংশকূট,
অংশক্রম,
অংশক্রমে
অংশগত,
অংশগতা,
অংশগ্রহণ,
অংশগ্রহণকারিণী,
অংশগ্রহণকারী,
অংশগ্রাহক,
অংশগ্রাহিকা,
অংশগ্রাহিণী,
অংশগ্রাহী,
অংশধর,
অংশধরা,
অংশপত্র,
অংশপ্রদান,
অংশপ্রার্থিনী,
অংশপ্রার্থী,
অংশপ্রেষ,
অংশবতী,
অংশবান্,
অংশবিশেষ,
অংশভাক্,
অংশভাগিনী,
অংশভাগী,
অংশভার,
অংশল,
অংশলা,
অংশস্বর,
অংশহরা,
অংশহারিণী,
অংশহারী,
অংশা-অংশী,
অংশাংশ,
অংশাংশি,
অংশাংশীকরণ,
অংশাংশী,
অংশাঙ্কন,
অংশাঙ্কিত,
অংশাদ,
অংশাদা,
অংশাদী,
অংশান্তর,
অংশাবতরণ,
অংশাবতার,
অংশাবতারণ,
অংশাভিলাষিণী,
অংশাভিলাষী।
যুক্তশব্দ (মধ্যপদ): অংশাংশীকরণ
অংশ শব্দযুক্ত ক্রিয়ামূল :
অংশ
√কর্
(খণ্ড
করা, ভাগ করা, বণ্টন করা অর্থে):
√কর্
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন- অংশ করি,অংশ করিস, অংশ
করে ইত্যাদি।
অংশ
√করা
(খণ্ড
করানো, ভাগ করানো, বণ্টন করানো
অর্থে):
√করা
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন- অংশ করাই, অংশ করাইস,
অংশ করায় ইত্যাদি।
অংশ
√খা
(অংশ
ভোগ করা অর্থে):
√খা
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন‒
অংশ খাই, অংশ খাস, অংশ
খায় ইত্যাদি।
অংশ
√খাওয়া
(অংশ
ভোগ করা অর্থে):
√খাওয়া
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন‒ অংশ খাওয়াই, অংশ খাওয়াস,
অংশ খাওয়া ইত্যাদি।
অংশ
√দি
(অংশ
প্রদান
করা অর্থে):
√দি
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন‒ অংশ দেই, অংশ দিস, অংশ
দেয় ইত্যাদি।
অংশ
√দেওয়া
(অংশ
প্রদান
করানো অর্থে):
√দেওয়া
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন‒ অংশ দেওয়াই, অংশ দেওয়াস,
অংশ দেওয়া ইত্যাদি।
অংশ
√নি
(অংশ
গ্রহণ করা অর্থে):
√নি
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন‒ অংশ নেই, অংশ নিস, অংশ
নেয় ইত্যাদি।
অংশ
√নেওয়া
(অংশ
গ্রহণ করানো অর্থে):
√নেওয়া
ধাতুজাত ক্রিয়ামূল অনুসারে ক্রিয়াপদ তৈরি হয়। যেমন‒ অংশ নেওয়াই, অংশ নেওয়াস,
অংশ নেওয়ায় ইত্যাদি। সূত্র :
ভাগ অর্থে অংশ
শব্দের সাথে বিভিন্ন ক্রিয়ামূল বসে সংযোগ-মূলক ক্রিয়ামূলের সৃষ্টি করে।
যেমন‒‒