১. ঊর্ধ্বক্রমবাচকতা { | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }part, portion
অর্থ:১.১. এমন কিছুর ভাগ, যা আলাদাভাবে চিহ্নিত করা যায়
সমার্থক শব্দাবলি: অংশ, অংশক, অংশাংশ, অংস, খণ্ড, টুকরা, টুকরো, ভাগ।
ইংরেজি:
১.৩. অঙ্কের অংশ।
২.১. ঘটনার বা বিষয়ের খণ্ডিত রূপ।৩. ঊর্ধ্বক্রমবাচকতা {চরিত্রায়ণ | অভিনয় | নির্দিষ্ট কার্যকলাপ | মনুষ্য কার্যকলাপ | কার্যক্রম | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
সমার্থক শব্দাবলি: অংশ, কর্মাংশ।
উদাহরণ: যে কোন কর্মাংশ, পরীক্ষার লিখিত ও মৌখিক অংশ।
ইংরেজি: (part (they resisted every effort on his part)
২.১. ব্যক্তি সত্তার বিভাজিত রূপ।
উদাহরণ: এক অংশে চারি অংশ হৈলা নারয়াণ। [কৃত্তিবাস ১৬৫০]
৪. ঊর্ধ্বক্রমবাচকতা { সম্পদ | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
সমার্থক শব্দাবলি: অংশ, অংশিত্ব, শেয়ার, স্বত্ব।share, portion, part, percentage । ৫. ঊর্ধ্বক্রমবাচকতা ঊর্ধ্বক্রমবাচকতা { স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
উদাহরণ: এই সম্পত্তিতে আমার অংশ আছে।
ইংরেজি:
৭.১. প্রাকৃতিক কোনো লক্ষ্যবস্তু, যা একাধিক অংশে বিভক্ত হলেও- অংশগুলি স্বতন্ত্রভাবে চিহ্নিত হয়ে থাকে।body part । ৬. ঊর্ধ্বক্রমবাচকতা { অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
উদাহরণ: পথটি দুই অংশে বিভাজিত হয়েছে, এর একটি অংশ কাদায় ভরা।
৭.২. শরীরের কোনো বিশেষ অংশ বা < দেহের কোন অঙ্গ বা সম্পূর্ণ দেহের একটি ভাগ। পক্ষাঘাতে তার শরীরের একটি অংশ অচল হয়ে গিয়েছে।
ইংরেজি:
অর্থ: ৬.১. বৃহৎ অবস্থানের অংশ ।region
উদাহরণ : প্রতিবছর বন্যায় দেশের নিম্নাংশ প্লাবিত হয় ।
সমার্থক শব্দাবলি : অঞ্চলাংশ, খণ্ড
ইংরেজি :
৭.
ঊর্ধ্বক্রমবাচকতা {| দেবাংশ |হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }৮.
ঊর্ধ্বক্রমবাচকতা
{অবতার
|
দেবাংশ
|হিন্দু দেবতা
|
হিন্দু দৈবসত্তা |
দৈবসত্তা |
অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ:
হিন্দু ধর্মমতে, যিনি কোনো দেবতার অংশ হিসাবে মানুষ বা অন্য কোনো সত্তারূপে
জন্মগ্রহণ করেন।
সমার্থক শব্দ:
অংশন
,
অবতার
শব্দ বিবর্তন:
an
incarnation; an incarnation, an avatar; a personation
অবনী মণ্ডলে গীয়া নিজ নিজ অংশ হয়্যা। [শ্রীকৃষ্ণবিজয়। মালাধর বসু। ]
ইংরেজি
:
অংশ শব্দের সাথে সম্পর্কিত শব্দাবলি: