সম্পর্ক
দুটি সত্তার বা অংশের গুণাবলী দ্বারা সম্পর্কযুক্ত বা অংশভাগী এমন বিরাজিত বিমূর্তন অবস্থা ।
	ঊর্ধ্বক্রমবাচকতা
	{ সম্পর্ক | 
	  বিমূর্তন | 
	  বিমূর্ত সত্তা | 
	  সত্তা |
	}
ইংরেজি:  
 	relation
	
	ব্যাখ্যা: 
		সম্পর্ক গড়ে উঠতে পারে নানা ভাবে। 
		মানুষের সাথে মানুষের সম্পর্ক, কোনো বিষয়বস্তুর সাথে সম্পর্ক, প্রকৃতির সাথে ইত্যাদি হতে পারে। 
		এই বিচারে সম্পর্ককেনানা ভাগে ভাগ করা হয়। যেমন−
		
(position, spatial relation)
	
	: একটি স্থানের স্থানিক গুণধর্ম, যেখানে বা যাতে কোনোকিছু অবস্থিত। 
	
	অধিকার 
	
	(possession)
	
	: কোনো কিছুর মালিকানার দাবি রাখতে পারে এমন।