পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{দলগত
কার্যক্রম
|
মনুষ্য
কার্যক্রম
|
ঘটিত
বিষয় |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ:
একটি দলের
কার্যক্রমে অংশভাগী বা সম্পৃক্ত হওয়া।
সমার্থক শব্দাবলি: অংশগ্রহণ, অংশে বিজড়িত হওয়া।
উদাহরণ:
যে
অন্ত্যজ সেও একপাশে বসে আনন্দের অংশগ্রহণ করেছে।
রাশিয়ার চিঠি পরিশিষ্ট/রবীন্দ্রনাথ।
ইংরেজি: engagement, participation,
involvement, involution
।
অংশগ্রহণ
√কর সংস্কৃত অংশগ্রহণ -বাংলা √কর্>বাংলা অংশগ্রহণ √কর্। সংযোগ-মূলক ধাতু =অংশগ্রহণ √কর্। ক্রিয়াপদ গঠনে এই ধাতুর ক্রিয়ামূল অংশ √কর্ ― কাল, পুরুষ, সাধু/চলিত অনুসারে পরিবর্তিত হয়। যেমন― অংশগ্রহণ করি, অংশগ্রহণ কর্, অংশগ্রহণ করিস ইত্যাদি। কোন কাজের অংশ বিশেষ করা (সম্পৃক্ত হওয়া, দায়িত্ব নেওয়া) অর্থে এই ধাতুজাত ক্রিয়াপদ ব্যবহৃত হয়। যেমন―তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। |
|
অংশগ্রহণ
√করা
সংযোগ-মূলক প্রযোজক ধাতু। অংশগ্রহণ- √কর্ + আ। ক্রিয়াপদ গঠনে এই ধাতুর ক্রিয়ামূল অংশ √করা কাল, পুরুষ, সাধু/চলিত অনুসারে পরিবর্তিত হয়। কোন কাজের অংশ বিশেষ করানো (সম্পৃক্ত করানো, দায়িত্ব সম্পন্ন করানো) অর্থে এই ধাতুজাত ক্রিয়াপদ ব্যবহৃত হয়। যেমন― আমি মেয়েটিকে সাঁতারে অংশগ্রহণ করাচ্ছি। |