বিশেষ ঘটনা/ঘটনা
একটি সুনির্দিষ্ট স্থানে এবং সময়ে ঘটে যাওয়া কোনো কার্যক্রম।
ঊর্ধ্বক্রমবাচকতা
{বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
(event)
ব্যাখ্যা:
ঘটনা বলতে বুঝায় কোনো কার্যক্রম সম্পন্ন হওয়া।
এক্ষেত্রে কার্যক্রম দুটি মাত্রায় ঘটে।
এর একটি হলো স্থান, অপরটি সময়।
এরই সূত্রের ঘটনার একটি বিশেষ পরিচয় পাওয়া যায়। এই বিশেষ ঘটনা মানুষের কার্যকলাপের ভিতর দিয়ে ঘটতে পারে। আবার বস্তুজগতেও ঘটতে পারে।
সকল ধরনের ঘটনাকে এর বৈশিষ্ট্য অনুসারে ভাগ করলে নিম্নোক্ত ভাগগুলো পাওয়া যায়।
(act, human action, human activity)
: মানুষ করে বা মানুষের কারণে সংঘটিত হয়, এমন কার্যকলাপ
ঘটিত বিষয়
(happening, occurrence, occurrent, natural event)
: এমন কোনো বিষয় যা সংঘটিত হয়েছে।