ঘটিত বিষয়
	
এমন কোনো বিষয় যা সংঘটিত হয়েছে বা ঘটছে। 
	ঊর্ধ্বক্রমবাচকতা
	{ঘটিত বিষয় |
	বিশেষ ঘটনা |
	মনস্তাত্ত্বিক ঘটনা |
	বিমূর্তন |
	বিমূর্ত-সত্তা |
	সত্তা
	} 
	
ইংরেজি:
	happening, occurrence, 
occurrent, natural eventt। 
	
ব্যাখ্যা: ঘটনা বলতে বুঝায় কোনো 
কার্যক্রম সম্পন্ন হওয়া। ঘটনার বিষয় অনুসারে ঘটিত বিষয় নির্ধারিত হয়।
(discharge)
		: 
		হঠাৎ কোনো বস্তু থেকে শক্তির বেরিয়ে যাওয়া।
	
	আরম্ভ
	(beginning):
	 
	ঘটিত কোনো বিষয়ের শুরুর দশা।
	
	ব্যাঘাত (interruption, break): 
	সাধারণ নিয়ে কোনো ঘটনার ব্যত্যয়।
	
	
	শব্দ
(sound 
	):
বস্তুর কম্পনে পার্শবর্তী মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয়, এবং ওই মাধ্যমে তরঙ্গাকারের 
ছড়িয়ে পড়ে। তরঙ্গাকারে প্রকাশিত শক্তি হলো শব্দ।