আরম্ভ
ঘটিত কোনো বিষয়ের শুরুর দশা
ঊর্ধ্বক্রমবাচকতা 
{
		ঘটিত বিষয় 
		
|
কার্যক্রম 
|
মনস্তাত্ত্বিক ঘটনা 
|
 বিমূর্তন
 |
বিমূর্ত-সত্তা
| 
সত্তা
|}
ইংরেজি:
beginning। 
ব্যাখ্যা: ঘটিত কোনো বিষয়ের শুরুর দশা হলো আরম্ভ। এর ভিতর দিয়ে নতুন কোনো দশা বা বিষয়ের উদ্ভব হয়।