শক্তি-অবমুক্তি
হঠাৎ কোনো বস্তু থেকে শক্তির বেরিয়ে যাওয়া
ঊর্ধ্বক্রমবাচকতা { | শক্তি-অবমুক্তি | ঘটিত বিষয় | ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
ইংরেজি:
discharge
ব্যাখ্যা: কোনো বস্তু থেকে যখন কোনো শক্তি মুক্ত হয়ে বেড়িয়ে যায়। সময়ের বিচারে এই ঘটনা ঘটতে পারে ধীরে ধীরে বা অল্প সময়ের ভিতরে। সাধারণত ১/১০ সেকেন্ড বা এর কাছাকাছি সময়ে দ্রুত শক্তি অবমুক্তি ঘটলে, তাকে বিস্ফোরণ বলা হয়।