বিস্ফোরণ
কোনো বস্তুসত্ত্বা থেকে সবেগে ১/১০ সেকেন্ডের ভিতর সমুদ্য় শক্তির অবমুক্তি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
বিস্ফোরণ
|
শক্তি-অবমুক্তি
|
ঘটিত বিষয়
|
কার্যক্রম
|
মনস্তাত্ত্বিক ঘটনা
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
explosion, detonation, blowup।
ব্যাখ্যা: কোনো
বস্তু থেকে অনেক সময় ধরে শক্তির অবমুক্তি ঘটতে পারে ধীরে। এই ধরণের
শক্তি-অবমুক্তিকে বিস্ফোরণ বলা হয় না। সাধারণত কোনো বিস্ফোরণ যখন আমরা অনুভব করি
(শোনা, দেখা, স্পর্শ করা ইত্যাদি। মানুষের কাছে এই অনুভবটা ১/১০ সেকেন্ডের ভিতরে
ঘটে। তাই শক্তি-অবমুক্তিটা ১/১০ সেকেন্ড সময়ে বা তার কাছাকাছি সময়ে ঘটে তা তাকে
বিস্ফোরণ নামে অভিহিত হয়। যেমন- পারমাণবিক বিস্ফোরণ, রাসায়নিক বিস্ফোরণ, পানির
বয়লার ফেটে যাওয়ার মতো ভৌত বিস্ফোরণ।