শব্দ
বস্তুর কম্পনে পার্শবর্তী মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয়, এবং ওই মাধ্যমে তরঙ্গাকারের ছড়িয়ে পড়ে। তরঙ্গাকারে প্রকাশিত শক্তি হলো শব্দ।
১.ঊর্ধ্বক্রমবাচকতা {শব্দ| যান্ত্রিক প্রপঞ্চ | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়াদৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
sound
ব্যাখ্যা: যান্ত্রিক প্রপঞ্চের একটি বিশেষ প্রকরণ। বস্তুর কম্পনে পার্শবর্তী মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয়, এবং ওই মাধ্যমে তরঙ্গাকারের ছড়িয়ে পড়ে। ফলে এক ধরনের যান্ত্রিক প্রপঞ্চের সৃষ্টি হয়। এই যান্ত্রিক প্রপঞ্চে মূলত শক্তি রূপে বিরাজ করে। মাধ্যমের মধ্য দিয়ে প্রবহমান এই শক্তি যখন মানুষ তার শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করে তখন তা শ্রাব্য ধ্বনি হিসেবে বিবেচিত হয়। মানুষের শ্রবণ ক্ষমতার বিচারে শব্দ হতে পারে তিন প্রকার।
২. ঊর্ধ্বক্রমবাচকতা {শব্দ | ঘটিত বিষয় | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }