শব্দ লক্ষণগুণ
শক্তির তরঙ্গগতির ধর্মের সূত্রে শব্দের লক্ষণগুণ প্রকাশিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা{ শব্দ
লক্ষণগুণ |
লক্ষণগুণ
সত্তাগুণ
বিমূর্তন|
বিমূর্ত-সত|
সত্তা|}
ইংরেজি: sound property
।
ব্যাখ্যা: শব্দতরঙ্গ মানুষের শ্রবেণেন্দ্রিয়ে নানা ধরণের
অনুভূতির সৃষ্টি করে। যখন একক কোনো ধ্বনি শ্রবণেন্দ্রিয়ে রেশ থাকা অবস্থায়
অভিঘাতজনিত রেশ তৈরি করে, তখনে মনের ভিতরে দোলার সৃষ্টি হয়।
-
দোলা
(Swing):
শব্দের অভিঘাতে শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে সৃষ্ট
অনুভূতি, যা শ্রবণেন্দ্রিয়ের
রেশ থাকা
অবস্থায় মনকে দোলায়িত করে।