ব্যাঘাত
সাধারণ নিয়ে কোনো ঘটনার ব্যত্যয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {ব্যাঘাত | ঘটিত বিষয় | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }
ইংরেজি: 
interruption, break।
ব্যাখ্যা: স্বাভাবিকভাবে কোনো যে ঘটনা ঘটে, তা স্বাভাবিক নিয়মের মধ্যেই ঘটে বলে ধরা হয়। কিন্তু কোনো কারণে স্বাভাবিক ঘটনা ভিন্ন কোনো কারণে ভিন্নরূপ লাভ করে। এই ব্যতিক্রমী ঘটনার একটি নিয়ম আছে। তাই এই জাতীয় ঘটনাকে ব্যাঘাতজনিত বিষয় হিসেবে বিবেচনা করা হয়।