কর্
বাংলা সকর্মক ক্রিয়াপদ উৎপাদক ক্রিয়ামূল। 
উৎস: সংস্কৃতকৃ> প্রাকৃত √কর্ বাংলা √কর্।
ভাবগত অর্থ:করা
গণ: ব্যঞ্জনান্ত, (কর্ -গণ্)
প্রয়োজক ধাতু: √কর্ +আ=√করা।
সংযোজক ক্রিয়ামূল: অংশগ্রহণ√কর্, মন্দ √কর্ ইত্যাদি।

এই ধাতু থেকে উৎপন্ন বাংলা ক্রিয়াপদসমূহ।

চলিত রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ করে করেন করেন কর করিস করি
ঘটমান করছে করছেন করছেন করছ করছিস করছি
পুরাঘটিত করেছে করেছেন করেছেন করেছ করেছিস করেছি
অনুজ্ঞা করুক করুন করুন করো করিস  
অতীত সাধারণ করল করলেন করলেন করলে করলি করলাম
ঘটমান করছিল করছিলেন করছিলেন করছিলে করছিলি করছিলাম
পুরাঘটিত করেছিল করেছিলেন করেছিলেন করেছিলে করেছিলি করেছিলাম
নিত্যবৃত্ত করত করতেন করতেন করতে করতিস করতি
ভবিষ্যৎ সাধারণ করবে করবেন করবেন করবে করবি করতাম
ঘটমান করতে থাকবে করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবে করতে থাকবি করতে থাকব
পুরাঘটিত করে থাকবে করে থাকবেন করে থাকবেন করে থাকবে করে থাকবি করে থাকব
অনুজ্ঞা করবে করবেন করবেন করবে করিস  
সাধু রূপ
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ করে করেন করেন কর করিস করি
ঘটমান করিতেছে করিতেছেন করিতেছেন করিতেছ করিতেছিস করিতেছি
পুরাঘটিত করিয়াছে করিয়াছেন করিয়াছেন করিয়াছ করিয়াছিস করিয়াছি
অনুজ্ঞা করুক করুন করুন কর কর্  
অতীত সাধারণ করিল করিলেন করিলেন করিলে করিলি করিলাম
ঘটমান করিতেছিল করিতেছিলেন করিতেছিলেন করিতেছিলে করিতেছিলি করিতেছিলাম
পুরাঘটিত করিয়াছিল করিয়াছিলেন করিয়াছিলেন করিয়াছিলে করিয়াছিলি করিয়াছিলাম
নিত্যবৃত্ত করিত করিতেন করিতেন করিতে করিতিস করিতাম
ভবিষ্যৎ সাধারণ করিবে করিবেন করিবেন করিবে করিবি করিব
ঘটমান করিতে থাকিবে করিতে থাকিবেন করিতে থাকিবেন করিতে থাকিবে করিতে থাকিবি করিতে থাকিব
পুরাঘটিত করিয়া থাকিবে করিয়া থাকিবেন করিয়া থাকিবেন করিয়া থাকিবে করিয়া থাকিবি করিয়া থাকিব
অনুজ্ঞা করিবে করিবেন করিবেন করিও করি  

 



অসমাপিকা ক্রিয়া: