ব্যঞ্জনান্ত ক্রিয়ামূল-ভিত্তিক গণ
ইংরেজি:
Consonant Ended Verb Root

বৈশিষ্ট্য:


ব্যঞ্জনান্ত ২ :  এই শ্রেণির ক্রিয়ামূলের শেষ 'হ্' থাকে। এই সকল ক্রিয়ামূল থেকে শুধু সাধু রীতির ক্রিয়াপদ উৎপন্ন হয়। যেমন-
                     কহ্ (বলা)       
                     দহ্ (দগ্ধ করা),   
                     বহ (বহন করা, প্রবাহিত হওয়া)       
                     রহ (থাকা)       
                     সহ (সহ্য করা)
                     নহ্

ব্যঞ্জনান্ত ৩: এই শ্রেণির ক্রিয়ামূলের প্রকৃতি হবে-আঁক গ

ব্যঞ্জনান্ত ৪ : এই শ্রেণির ক্রিয়ামূলের প্রকৃতি হবে-
          ক. শেষ বর্ণটি স্বরবর্ণ হয় না বা ব্যঞ্জনবর্ণের স্বরবর্ণ থাকে না। ফলে এই সকল ক্রিয়ামূলের শেষ ব্যঞ্জনবর্ণ হসন্তযুক্ত হয়।
          খ. আদ্যবর্ণ 'ই' ধ্বনিযুক্ত হয়। যেমন-       

  কিন্ (ক্রয় করা)
খিঁচ্
(আক্ষেপ করা)
গিল্
(গলধকরণ করা)
ঘির্
(আবরিত করা)
চিন্
(জ্ঞাত হওয়া)
চির্
(বিদারিত করা)
ছিঁড়্
(ছিন্ন করা)

 
জিত্ (জয়লাভ করা)
জিন্
(জয় করা)
টিক্
(স্থিত থাকা)
টিপ্
(টিপে দেওয়া)
নিব্
(নিভে যাওয়া)
পিজ্
(ছিন্ন করা)
পিট্
(প্রহার দ্বারা দৃঢ় করা)
পিষ্ (পিষ্ট করা)
ফির্ (ফিরে আসা)
বিধ্ (বিদ্ধ করা)
ভিজ্ (সিক্ত হওয়া)
ভিড়্ (সংলগ্ন হওয়া)
মিট্ (মিমাংশা করা)
মিল্ (একত্রিত করা)
মিশ্ (মিশ্রিত ক
রা)
লিখ্ (লিখা)
শিখ্ (শিক্ষালাভ করা)
সিচ্ (সিঞ্চন করা)
 

ব্যঞ্জনান্ত ৫: এই শ্রেণির ক্রিয়ামূলের প্রকৃতি হবে-
          ক. শেষ বর্ণটি স্বরবর্ণ হয় না বা ব্যঞ্জনবর্ণের স্বরবর্ণ থাকে না। ফলে এই সকল ক্রিয়ামূলের শেষ ব্যঞ্জনবর্ণ হসন্তযুক্ত হয়।
          খ. আদ্যবর্ণ 'উ' ধ্বনিযুক্ত হয়। যেমন-       

  উঠ্ (উঠা)
উড়্
(উড়া)
উব্
(বাতাসে মিলিয়ে যাওয়া)
কুঁদ্
(আস্ফালন করা)
কুদ্
(খোদাই করা)
কুট্
(ছেদন করা)
কুর্
(কোরা)
খুঁজ্
(সন্ধান করা)
খুঁট্
(কণা কণা হিসাবে কুড়ান)
খুঁড়্
(খনন করা)
খুদ্
(খোদাই করা)
খুল্
(খুলে ফেলা)
গুঁজ্ (ঠেসে রাখা)
গুণ্ (গণনা করা)
গুল্ (মিশ্রিত করা)
ঘুঁট্ (আবর্তন করা)
ঘুচ্ (তিরোহিত করা)
ঘুর্ (পরিভ্রমণ করা)
চুক্ (মিটিয়ে ফেলা)
চুন্‌ (পশুর প্রশ্রাব করা)
চুষ্ (চোষা)
ছুঁড়্ (নিক্ষেপ করা)
ছুট্ (সবেগে যাওয়া)
ছুড়্ (নিক্ষেপ করা)
ছুল্ (স্পর্শ করা)
জুট্ (একত্রিত হওয়া)
জুড়্ (একত্রিত করা)
ঝুল্ (ঝুলে পড়া)
টুক্ (কুড়ানো)
টুট্ (ছিন্ন হওয়া)
ঠুক্ (আঘাত করা)
ঠুস্ (পূর্ণ করা)
ডুব্ (নিমজ্জিত হওয়া)
ঢুক্ (প্রবেশ করা)
ঢুঁড়্ (খোঁজা)
ঢুল্ (ভাবাবেশে দোলা)
তুল্ (তোলা)
তুষ্ (তুষ্ট করা)
দুল্ (দোলা)
দুষ্ (দোষ দেওয়া)

 
ধুঁক্ (হাফান)
ধুন্ (ছিন্ন-ভিন্ন করা)
পুঁছ্ (মুছে ফেলা)
পুঁত্ (প্রথিত করা)
পুছ্ (জিজ্ঞাসা করা)
পুড়্ (দগ্ধ হওয়া)
পুর্ (পূরণ করা)
পুষ্ (পালন করা)
ফুঁক্ (ফুঁ দ্বারা আঘাত করা)
ফুঁড়্ (বিদ্ধ করা)
ফুট্ (প্রস্ফুটিত হওয়া)
ফুল্ (স্ফীত হওয়া)
বুঁজ্ (বন্ধ হওয়া)
বুজ্ (বন্ধ হওয়া)
বুঝ্ (বোধগম্য হওয়া)
বুন্ (বপন করা)
বুল্ (কথা বলা)



 
ভুগ্ (রোগ ভোগ করা)
ভুল্ (বিস্মৃত হওয়া)
মুছ্ (মুছে ফেলা)
মুড়্ (আবরিত করা)
মুত্ (প্রশ্রাব করা)
মুদ্ (নিমীলিত করা)
রুখ্ (রোধ করা)
রুধ্ (রুদ্ধ করা)
লুট্ (লুণ্ঠন করা)
লুফ্ (লুফে নেওয়া)
শুঁক্ (ঘ্রাণ নেওয়া)
শুধ্ (জিজ্ঞাসা করা)
শুন্ (শ্রবণ করা)
শুষ্ (শোষণ করা)