নহ্
১. সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলোবন্ধন। এই ক্রিয়ামূলজাত যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।

নহ্ (বন্ধন)+ অস (অসুন)= নভস্>নভঃ

নহ্ (বন্ধন)+ত (ক্ত)=আনদ্ধ
 


২.
ক্রিয়ামূল, সাধিত, নামধাতু (অব্যয়জাত), তৎসম
সংস্কৃত ন +Ö (হওয়া)=নহ (অব্যয়)>Öনহ্ এর ভাবগত অর্থ হওয়ার নয়
ব্যঞ্জনান্ত, অসম্পূর্ণ:

এই ক্রিয়ামূলটি থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদগুলো শুধু মাত্র সাধু রীতিতে ব্যবহৃত হয় উল্লেখ্য চলিত রীতিতে ব্যবহৃত হয়, এই ক্রিয়ামূলের অর্ধ-তৎসম Öন ধাতু থেকে নঞর্থক এই ক্রিয়ামূল থেকে সকর্মক না-বোধক ক্রিয়াপদের মাত্র ৬টি প্রকরণ বাংলাতে ব্যবহৃত হয় নিচের ছকে এই ধাতুগুলোর তালিকা দেওয়া হলো
 

কালের নাম

নাম পুরুষ

মধ্যম

উত্তম

 বর্তমান

সাধারণ
(সে)

সম্ভ্রমাত্মক (তিনি)

সম্ভ্রমাত্মক (আপনি)

সাধারণ (তুমি)

তুচ্ছ
(তুই)

 আমি

সাধারণ

নহে

নহেন

নহেন

নহ

নহিস

নহি

অনুজ্ঞা

 

 

 

নহো

নহিস

 

এই ধাতু থেকে উৎপন্ন অসমাপিকা ক্রিয়াপদ গুলো হলো-  সাধু রীতি  :  নহিলে