নহ্
১.
সংস্কৃত ক্রিয়ামূল।
এর
ভাবগত অর্থ হলো―বন্ধন।
এই ক্রিয়ামূলজাত যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা নিচে দেওয়া হলো।
√নহ্ (বন্ধন)+ অস (অসুন)= নভস্>নভঃ
√নহ্ (বন্ধন)+ত (ক্ত)=আনদ্ধ
২.
ক্রিয়ামূল, সাধিত, নামধাতু (অব্যয়জাত), তৎসম।
সংস্কৃত ন +Öহ
(হওয়া)=নহ (অব্যয়)>Öনহ্।
এর ভাবগত অর্থ হওয়ার নয়।
ব্যঞ্জনান্ত,
অসম্পূর্ণ:
এই ক্রিয়ামূলটি থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়াপদগুলো শুধু মাত্র সাধু রীতিতে ব্যবহৃত হয়।
উল্লেখ্য চলিত রীতিতে ব্যবহৃত হয়, এই ক্রিয়ামূলের অর্ধ-তৎসম
Öন
ধাতু থেকে।
নঞর্থক এই ক্রিয়ামূল থেকে সকর্মক না-বোধক ক্রিয়াপদের মাত্র ৬টি প্রকরণ বাংলাতে
ব্যবহৃত হয়।
নিচের ছকে এই ধাতুগুলোর তালিকা দেওয়া হলো।
কালের নাম |
নাম পুরুষ |
মধ্যম |
উত্তম |
|||
বর্তমান |
সাধারণ
|
সম্ভ্রমাত্মক (তিনি) |
সম্ভ্রমাত্মক (আপনি) |
সাধারণ (তুমি) |
তুচ্ছ
|
আমি |
সাধারণ |
নহে |
নহেন |
নহেন |
নহ |
নহিস |
নহি |
অনুজ্ঞা |
|
|
|
নহো |
নহিস |
|
এই ধাতু থেকে উৎপন্ন অসমাপিকা ক্রিয়াপদ গুলো হলো- সাধু রীতি : নহিলে