গ্রহণ
বানান বিশ্লেষণ: গ্+র+অ+হ+অ+ণ্+অ
উচ্চারণ:
gro.ɦon (গ্রো.হোন্)
শব্দ-উৎস: সংস্কৃত গ্রহণ> বাংলা গ্রহণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ-কৃত {√গ্রহ্(গ্রহণ করা) + অন্ (ল্যুট), ভাববাচ্য
১.বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ক্রিয়ামনুষ্য কার্যকলাপবিশেষ ঘটনামনস্তাত্ত্বিক ঘটনাবিমূর্তনবিমূর্ত সত্তা | সত্তা | }

১.১ অর্থ : কারো নিকট থেকে লওয়া।
সমার্থক শব্দাবলি : আদান, গ্রহণ, লওয়া।
উদাহরণ : তার কাছ থেকে হাজার টাকা গ্রহণ করলাম।
ইংরেজি :
taking

১.২. অর্থ : কোনো বিষয়কে গ্রহণপূর্বক ধারণ।
সমার্থক শব্দাবলি : গ্রহণ, ধারণ।
উদাহরণ : হস্তগ্রহণ।
ইংরেজি :
holding

 

১.৩. অর্থ : পূর্ব বিষয় পরিত্যাগ করে নতুন কিছুকে ধারণ।
সমার্থক শব্দাবলি : গ্রহণ, ধারণ, পরিগ্রহ।
উদাহরণ : নামগ্রহণ।
ইংরেজি :
taking

 

১.৪. অর্থ : কোনো অনুরোধকে মেনে নিয়ে তাতে অংশগ্রহণ।
সমার্থক শব্দাবলি : গ্রহণ, স্বীকার ।
উদাহরণ : নিমন্ত্রণ গ্রহণ।
ইংরেজি :
 acceptance

 

১.৫. অর্থ : একটি দশা বা অবস্থা থেকে অপর অবস্থা ব দশায় নিজেকে উপস্থাপন।
সমার্থক শব্দাবলি : গ্রহণ, ধারণ ।
উদাহরণ : ছদ্মবেশ গ্রহণ।
ইংরেজি :
 assuming

১.৬
. অর্থ : একটি লক্ষ্য বিষয়কে অবলম্বন করে জীবননির্বাহ করার কার্যক্রম ।
সমার্থক শব্দাবলি : অবলম্বন, আশ্রয় ।
উদাহরণ : সন্ন্যাস গ্রহণ।
ইংরেজি :
adoption


১.৭. অর্থ : সন্তুষ্ট চিত্তে কাউকে বা কোনো বিষয়কে কাছে টেনে নেওয়া বা আপন করে নেওয়া।
সমার্থক শব্দাবলি : গ্রহণ, বরণ ।
উদাহরণ : সাদরে গ্রহণ।
ইংরেজি :
reception


১.৮
. অর্থ : বুদ্ধি, ভাবনা এবং চেতনার দ্বারা কোনো অর্থবহ বিষয়কে অনুধাবন করা।
সমার্থক শব্দাবলি : গ্রহণ, মেনে নেওয়া।
উদাহরণ : উপদেশ গ্রহণ, পরামর্শ গ্রহণ।
ইংরেজি :
taking

 

১.৯. অর্থ : কোন বিষয়ের অন্তর্নিহিত ভাব বুঝতে পারা।
সমার্থক শব্দাবলি : উপলব্ধি, গ্রহণ ।
উদাহরণ : অর্থ গ্রহণ, মর্মার্থ গ্রহণ।
ইংরেজি :
comprehension, realization

 

১.১০. অর্থ : কোনো খাদ্যদ্রব্য আহার বা পান করা
সমার্থক শব্দাবলি : গ্রহণ, আহার বা পান করা ।
উদাহরণ : অন্নগ্রহণ, খাদ্যগ্রহণ, জলগ্রহণ।
ইংরেজি :
drinking or eating

 

১.১১. অর্থ : সবলে টেনে নেওয়া, বা টেনে এনে ভোগ করা বা ব্যবহার করা।
সমার্থক শব্দাবলি : আকর্ষণ, গ্রহণ।
উদাহরণ : কেশগ্রহণ, গন্ধগ্রহণ, শ্বাস গ্রহণ।
ইংরেজি :
taking in

 

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ব্যাঘাতঘটিত বিষয়বিশেষ ঘটনামনস্তাত্ত্বিক ঘটনাবিমূর্তনবিমূর্ত সত্তা | সত্তা | }
মহাকাশে সূর্য, পৃথিবী এবং চন্দ্রের স্বাভাবিক চলন প্রক্রিয়ায় রয়েছে। পৃথিবী থেকে সূর্য ও চন্দ্র একটি স্বাভাবিক নিয়মেই দেখা যায়। পৃথিবী থেকে এই স্বাভাবিক দেখার বিষয়ে কখনো কখনো এই স্বাভাবিকভাবে দেখার ব্যত্যয় ঘটে। জাগতিক নিয়মে এই জাতীয় ঘটনা অনিয়ম নয়। কিন্তু পৃথিবী থেকে দেখার ক্ষেত্রে তা অবশ্যই ব্যতিক্রমী ঘটনা। সত্তাতত্ত্বে তাই একে ব্যতিক্রমী ঘটনা হিসেবে ব্যাঘাতজনিত ঘটনা বলা হয়।

জ্যোতির্বিজ্ঞানে গ্রহণ হলো এমনি একটি ব্যাঘাতজনিত ঘটনা। জ্যোতির্বিজ্ঞানে গ্রহণ একটি বিশেষ পারভাষিক শব্দ হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ হলো- মহাকাশীয় বস্তু দর্শনের সময়, যদি অপর একটি মহাকাশীয় বস্তুর আড়ালে চলে যাওয়ার ঘটনার দর্শন হলো গ্রহণ। এরূপ ঘটনার সময়, একটি মহাকাশীয় বস্তুর সম্পূর্ণ বা আংশিকভাবে আড়ালে চলে যেতে পারে। বিষয়টি পর্যবেক্ষণ করা হয় তৃতীয় একটি মহাকাশীয় বস্তু থেকে। পৃথিবী থেকে এরূপ গ্রহণ বহু দেখা যায়। এর বেশির ভাগই সাধারণ মানুষের কাছে অজ্ঞাত থেকে যায়। পৃথিবীর সাধারণ মানুষের কাছে সবচেয়ে পরিচিত দুটি গ্রহণ হলো
সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। [বিস্তারিত দেখুন : গ্রহণ (জ্যোতির্বিজ্ঞান)]
ইংরেজি :
eclipse