গ্রহ্
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো- গ্রহণ করা, আশ্রয় দেওয়াএই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে, তার ভিতর থেকে বাংলাতে যে সকল পদ ব্যবহৃত হয়, তার তালিকা নিচে তুলে ধরা হলো।

গ্রহ্ (আশ্রয় দেওয়া) +অ (ক) =গৃহ
Öগ্রহ্ (গ্রহণ করা) +অ (অচ্) =গ্রহ

গ্রহ্ (গ্রহণ করা) +অ (অণ্) =গ্রাহ (গ্রহীতা)
গ্রহ্ (গ্রহণ করা) +অক (ণ্বুল)=গ্রাহক
গ্রহ্ (গ্রহণ করা) +অন্ (ল্যুট)=গ্রহণ
গ্রহ্ (গ্রহণ করা) + অনীয় (অনীয়রঃ)=গ্রহণীয়
গ্রহ্ (গ্রহণ করা) +ইন্ (ণিনি)= গ্রাহিন্>গ্রাহী
গ্রহ্ (গ্রহণ করা) + (ণ্যৎ) =গ্রাহ্য

এই ক্রিয়ামূলজাত ণিজন্ত ক্রিয়াপদ গ্রাহি {গ্রহ্ (গ্রহণ করা) +ই (ণিচ)}।