ইন্ (ণিনি)
সংস্কৃত কৃৎপ্রত্যয় প্রত্যয়।

গ্রন্থভেদে এর লিখিত রূপের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়। যেমন

ক. ণিন্ (ণিনি)উনাদি-প্রত্যয়, সমগ্র ব্যাকরণ কৌমুদী।
খ.
ণিন্। সরল বাঙ্গালা অভিধান।
গ. ইন্, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, সংসদ বাংলা অভিধান।
. ন্ (ণিনি)। বঙ্গীয় শব্দকোষ এবং বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।

ক্রিয়ামূলের আদ্য বর্ণে অ-কার>আ-কার, উ-কার>ও-কার, ঋ-কার>আর হবে এবং ক্রিয়ামূলের সাথে ইন্ যুক্ত হবে। তবে কর্তৃবাচ্যে ন লোপ পাবে এবং ক্রিয়ামূলের শেষ বর্ণের সাথে ঈ-কার যুক্ত হবে। যেমন

অংশ্ (ভাগ করা) +ইন্ (ণিনি)=অংশিন>অংশী
অর্থ (প্রার্থনা করা) + ইন্ (ণিনি), অর্থিন্>অর্থী
কৃ
(করা) +ইন্ (ণিনি)=কারিন্>কারী
কুপ্ (ক্রুদ্ধ হওয়া) + ইন্ (ণিনি) =কোপিন্>কোপী।
গ্রহ্ (গ্রহণ করা) +ইন্ (ণিনি)= গ্রাহিন্>গ্রাহী
ভজ্  (ভাগ করা) +ইন্ (ণিনি)=ভাগিন্>ভাগী
যজ্  (পূজা করা) + ইন্ (ণিনি) =যজী
যুধ্ (যুদ্ধ করা) + ইন্ (ণিনি)=যোধী
Öশাস্ (অনুশাসন) +ইন্ (ণিনি)=শাসী
হৃ (হরণ করা)  +ইন্ (ণিনি)=হারী
হ্লাদ্ (আনন্দিত হওয়া) +ইন্ (ণিনি)=হ্লাদী