কুপ্
সংস্কৃত ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো ক্রুদ্ধ হওয়া এই ক্রিয়ামূলের সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ গঠন করে। এই সকল শব্দের ভিতর যে শব্দগুলো বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হলো।
 

কুপ (ক্রুদ্ধ হওয়া) + ইন্ (ণিনি) =কোপিন্>কোপী।

 

 

এই ধাতুজাত নামধাতু কোপ{কুপ (ক্রুদ্ধ হওয়া) +অ (ঘঞ্)}= কোপ (বিশেষ্য) দেখুন: কোপ

 

২. ক্রিয়ামূল, সাধিত, তদ্ভব সংস্কৃত কুপ্ (ক্রুদ্ধ হওয়া)>প্রাকৃত কুপ্‌প>বাংলা কুপ্ এর ভাবগত অর্থ হলো- কুপিত হওয়া এই ধাতু জাত অকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় কবিতায় ব্যবহৃত হয়েছে যেমন- কুপিয়া কিলায়/সূত্র : বঙ্গীয় শব্দকোষ হরিচরণ বন্দোপাধ্যায়