ভাগী
বানান বিশ্লেষণ : ভ্+আ+গ্+ঈ
উচ্চারণ:
bʰa.gi (ভাগী
শব্দ-উৎস: সংস্কৃত ভাগী> বাংলা ভাগী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ভজ্ (ভাগ করা) + ইন্ (ণিনি)=ভাগিন্>ভাগী}
পদ:

১. বিশেষণ

অর্থ: ভাগ গ্রহণ করে এমন।
সমার্থক শব্দাবলি: গ্রহণকারী, গ্রাহী।
বিপরীতার্থক শব্দ: ভাগিনী (স্ত্রীলিঙ্গার্থে)।
ইংরেজি:
 one who taking something as one's own

.
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যক্তি | জীবসত্তা| জীবন্তবস্তু| দৈহিক-লক্ষ্যবস্তু| দৈহিক সত্তা| সত্তা|}

অর্থ: এমন একটি পুরুষ ব্যক্তিসত্তা, যার কোন সম্পত্তি বা ব্যবসায়ী কার্যক্রমে অংশ আছে। কোনো অংশের মালিক।
সমার্থক শব্দাবলি: অংশী, অংশীদার,
ভাগী ভাগীদার
উদাহরণ:  দুঃখের ভাগী।
ইংরেজি:
partner

 যুক্তশব্দ:

 


সূত্র :

  • চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
  • বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
  • বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।