অংশীদার
বানান বিশ্লেষণ :অ+ং+শ্+ঈ+দ্+আ+র্+অ
উচ্চারণ:
oŋ.ʃi.d̪ar (ওঙ্‌.শি.দার্)
শব্দ-উৎস: সংস্কৃত অংশী + ফার্সি
دار দার= অংশীদার> বাংলা অংশীদার।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ্(ভাগ করা) + ইন্ (ণিনি)=অংশিন্>অংশী + দার(অধিকারী অর্থে)।
পদ: বিশেষণ
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা| সত্তা|}
অর্থ: এমন একটি পুরুষ ব্যক্তিসত্তা, যার কোন সম্পত্তি বা ব্যবসায়ী কার্যক্রমে অংশ আছে । কোনো অংশের মালিক।
সমার্থক শব্দাবলি: অংশীদার, ভাগী, ভাগীদার
বিপরীতার্থক শব্দ: অংশীদারিনি (স্ত্রীলিঙ্গে)
ইংরেজি:
partner

সূত্র :