অংশহারী
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+অ+হ্+আ+র্+ঈ।
উচ্চারণ:
ɔŋ.ʃo.ɦa.ri
(অঙ্.শো.হা.রি)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশহারী>বাংলা
অংশহারী।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অংশ {√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য}+হারী {√হৃ (হরণ করা) +ইন্ (ণিনি) =হারিন্>হারী, কর্তৃবাচ্য}।
অংশের হরণ (গ্রহণ করে) যে/উপপদ তৎপুরুষ সমাস
১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: অংশের ভাগ গ্রহণ করে এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশধর, অংশপ্রার্থী, অংশবান্, অংশভাগী, অংশল, অংশহর, অংশহারী, অংশীদারি, অংশী, ভাগপ্রাপ্ত, ভাগযুক্ত, ভাগীদার ।
বিপরীতার্থক শব্দ: অংশহারিণী (স্ত্রীলিঙ্গে)
সূত্র :