ভাগযুক্ত
বানান বিশ্লেষণ:ভ্+আ+গ্+অ+প্+র্+আ+প্+ত্+অ
উচ্চারণ:
bʰag.ɟuk.t̪o
(ভাগ্.জুক্.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত ভাগযুক্ত>
বাংলা ভাগযুক্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ: যে পুরুষ ভাগের অংশী বা ভাগের সাথে সম্পৃক্ত এমন।
সমার্থক শব্দাবলি:
অংশক,
অংশগ্রাহক,
অংশগ্রাহী
অংশধর,
অংশপ্রার্থী,
অংশবান্,
অংশভাগী,
অংশল,
অংশহর,
অংশহারী,
অংশীদারি,
অংশী,
ভাগপ্রাপ্ত,
ভাগযুক্ত,
ভাগীদার।
বিপরীতার্থক শব্দ: ভাগযুক্তা (স্ত্রীলিঙ্গার্থে)
ইংরেজি:
enjoying a share; having a claim to a share