অংশধর
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ধ্+অ+র্।
উচ্চারণ:
ɔŋ.ʃo.d̪ʰɔr ( অঙ্‌.শো.ধর্)
শব্দ-উৎস:
সংস্কৃত অংশধর>বাংলা অংশধর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:

১. বিশেষণ
অর্থ: অংশের অধিকার রাখে এমন পুরুষ।

সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশধর, অংশপ্রার্থী, অংশবান্,  অংশভাগী, অংশল, অংশহর, অংশহারী, অংশীদারি, অংশ, ভাগপ্রাপ্ত, ভাগযুক্ত
বিপরীতার্থক শব্দ: অংশধরা (স্ত্রীলিঙ্গে)

ইংরেজি
:  having aclaim to ashare, entitled to a share

 

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রহণকারী | অর্জনকারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: জন্মসূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত পুরুষ এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি, বাঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশধর, অংশভাগী, অংশহর, অংশহারী, অংশাদ, উত্তরাধিকারী, জ্ঞাতি, দায়াদ, ভাগগ্রাহ
ইংরেজি: successor, heir