অংশগ্রাহী
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ক্+অ+গ্+র্+আ+হ্+ঈ।
উচ্চারণ:
ɔŋ.ʃo.gra.ɦi (অঙ্‌.শোগ্‌.গ্রা.হি))
শব্দ-উৎস: সংস্কৃতঅংশগ্রাহী> বাংলা অংশগ্রাহী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ : বিশেষণ
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {গ্রহণকারী | অর্জনকারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ : জন্ম সূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত পুরুষ এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি বা ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশধর, অংশপ্রার্থী, অংশবান্, অংশভাগী, অংশল, অংশহর, অংশহারী, অংশীদার , ভাগপ্রাপ্ত, ভাগীদার
উদাহরণ: পুত্রটি চৌধুরী বংশের একমাত্র অংশগ্রাহী ।
বিপরীতার্থক শব্দ: অংশগ্রাহিণী (স্ত্রীলিঙ্গে)
ইংরেজি successor, heir
সূত্র :
  • বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫। পৃষ্ঠা: ১।
  • বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
  • শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।