গ্রাহী
বানান বিশ্লেষণ : গ্+র্+আ+হ্+ঈ
উচ্চারণ:
gra.ɦi (গ্রা.হি)

গ্রাহী=গ্রাহী (গ্রা ধ্বনি একাক্ষর হয়। শেষ হী ধ্বনি হি ধ্বনি উৎপন্ন করে।)

শব্দ-উৎস: সংস্কৃত ग्राही (গ্রাহী)>বাংলা গ্রাহী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
গ্রহ্ (গ্রহণ করা) +ইন্ (ণিনি)= গ্রাহিন্>গ্রাহী কর্তৃবাচ্য
পদ: বিশেষণ (অনুসর্গবাচক)
অর্থ:
কোনো কিছু গ্রহণ করে যে।
সমার্থক শব্দাবলি: গ্রাহক, গ্রাহী
বিপরীতার্থক শব্দ: গ্রাহিকা (স্ত্রীলিঙ্গে)
ইংরেজি:  who takes something

এই শব্দটি স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না। কিন্তু অন্য শব্দের পরে বসে পূর্বপদকে বিশেষিত করে এবং উভয় মিলে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে।
যেমন : অংশগ্রাহী,
ভাগগ্রাহ