ভাগগ্রাহী
বানান বিশ্লেষণ: ভ্+আ+গ্+অ+গ্+র্+আ+হ্+ঈ
উচ্চারণ: [ভাগ্.গ্রা.হি] [
bʰag.gra.ɦi]
শব্দ-উৎস: সংস্কৃত ভাগ> বাংলা ভাগ +সংস্কৃতগ্রাহী> বাংলা গ্রাহী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ :

১. বিশেষণ

২.  বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রহণকারী | অর্জনকারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: জন্মসূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত পুরুষ এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি বা ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশভাগী, অংশহর, অংশহারী, অংশাদ, উত্তরাধিকারী, জ্ঞাতি, দায়াদ, ভাগগ্রাহ
বিপরীতার্থক শব্দ: ভাগগ্রাহিণী (স্ত্রীলিঙ্গে)