অংশীদারি
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+ই+দ্+আ+র্+ই
উচ্চারণ: oŋi.d̪a.ri (ঙ্‌.শি.দা.রি)

শব্দ-উৎস: সংস্কৃত  অংশী+ফার্সি دار দার= অংশীদার>বাংলা অংশীদার+ই=অংশীদারি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ্ (ভাগ করা) +ইন্ (ণিনি)=অংশিন্>অংশী+দার (অধিকারী অর্থে)=অংশীদার+ (বৃত্তি অর্থে)
পদ: বিশেষ্য
অর্থ: অংশের অধিকার।
সমার্থক শব্দাবলি: অংশীদারি, মালিকানা।
ইংরেজি:
partnership

অংশীদারি চুক্তি
পদ: বিশেষ্য পদগুচ্ছ
অর্থ: অংশের অধিকারে সম্বধীয় চুক্তি। বা একাধিক
মালিকানা আছে এমন কারবারের জন্য প্রণীত শর্তাদি বা দলিল।
ইংরেজি:
partnership agreement.