১. পদ : বিশেষণ।
১.১. অর্থ: অংশের অধিকার রাখে এমন নারী বা ভাগের অধিকারিণী।
সমার্থক শব্দাবলি: অংশগ্রাহিকা, অংশগ্রাহিণী, অংশধরা, অংশবতী, অংশভাগিনী, অংশাদা, অংশাদী, অংশিকা, অংশলা, অংশহরা, অংশহারিণী, অংশভাগিনী, অংশিনী।
বিপরীতার্থক শব্দ: অংশক (পুংলিঙ্গে)
ইংরেজি: having aclaim to ashare, entitled to a share।১.২. অর্থ: কোনো অখণ্ড অংশের বিভাজন করে এমন নারী।
সমার্থক শব্দাবলি: অংশকারিকা, অংশিকা, অংশিনী, বিতরিকা, বিভাজিকা।
বিপরীতার্থক শব্দ: অংশক (পুংলিঙ্গে)
২. পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রহণকারী | অর্জনকারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: জন্মসূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত নারী এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি বা ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক শব্দাবলি: অংশগ্রাহিকা, অংশগ্রাহিণী, অংশধরা, অংশভাগিনী, অংশলা, অংশহরা, অংশহারিণী, অংশাদা, অংশাদী, অংশিকা, উত্তরাধিকারিণী, ভাগগ্রাহিণী, দায়াদা।
উদাহরণ: কন্যাটি চৌধুরী বংশের একমাত্র অংশিকা।
বিপরীতার্থক শব্দ: অংশক (পুংলিঙ্গে)
ইংরেজি: heiress।