অংশকারিকা
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+ক্+আ+র্+ই+ক্+আ।
উচ্চারণ:
ɔŋ.ʃo.ka.ri.ka (অঙ্‌.শো.কা.রি.কা)
শব্দ-উৎস: সংস্কৃত অংশকারিকা> বাংলা অংশকারিকা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশ {√ অংশ্(ভাগ করা) + অ (অ), কর্মবাচ্য +কারক { √কৃ (করা) + অক (ণ্বুল), কর্তৃবাচ্য }+ আ (টাপ্)}
পদ: বিশেষণ
অর্থ: কোনো অখণ্ড অংশের বিভাজন করে এমন নারী।
সমার্থক শব্দাবলি: অংশকারিকা, অংশিকা, অংশিনী, বিতরিকা , বিভাজিকা
বিপরীতার্থক শব্দ: অংশকারক [পুংলিঙ্গার্থে]
ইংরেজি:
having aclaim to ashare, entitled to a share