কারক
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+ক্+আ+র্+অ+ক্+অ।
উচ্চারণ:
ka.rok (কা. রোক্)
শব্দ-উৎস: সংস্কৃত কারক>বাংলা কারক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কৃ (করা) + অক (ণ্বুল)=কর্তৃবাচ্য
পদ :

১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | ব্যাকরণগত শ্রেণি | সমগোত্রীয় শ্রেণি | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত |  | সত্তা |}
অর্থ বাংলা ব্যাকরণে ব্যবহৃত পারিভাষিক শব্দ। যা একটি বাক্যে বিশেষ্যসমূহ বা সর্বনামসমূহ বা বিশেষণসমূহ (বিভক্তি দ্বারা চিহ্নিত) অন্য শব্দাবলীর সাথে কোনভাবে সম্পর্কিত।
ইংরেজি : case, grammatical case
দেখুন :
কারক (বাংলা ব্যাকরণ)

২. বিশেষণ (অনুসর্গবাচক)
এই শব্দটি স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় না। কিন্তু অন্য শব্দের পরে বসে পূর্বপদকে বিশেষিত করে এবং উভয় মিলে কোনো বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন


কারিকা
অনুসর্গবাচক কারক শব্দের বিপরীতার্থক স্ত্রীলিঙ্গবাচক শব্দ কারিকা।
যেমন