অংশিনী
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+ই+ন্+ঈ।
উচ্চারণ: oŋ.ʃi.ni
(ওঙ্.শি.নি)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশিনী>বাংলা
অংশিনী।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অংশ
{√অংশ্
(ভাগ করা)
+ইন্ (ণিনি)=অংশিন্
+
ঈ (ঈপ্) অংশী।
পদ:
বিশেষণ
{
নাম-বিশেষণ,
গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ:
১. অংশের ভাগের অধিকার রাখে এমন নারী।
সমার্থক শব্দাবলি: অংশিকা, অংশগ্রাহিকা, অংশগ্রাহিণী, অংশধরা, অংশবতী, অংশভাগিনী, অংশাদা, অংশাদী, অংশিকা, অংশলা, অংশহরা, অংশহারিণী, অংশভাগিনী।
বিপরীতার্থক শব্দ: অংশী (পুংলিঙ্গার্থে)।
ইংরেজি: (fem.) having aclaim to ashare, entitled to a share।
২. কোনো অখণ্ড অংশের বিভাজন করে এমন নারী।
সমার্থক শব্দাবলি: অংশিকা, অংশকারিকা, অংশিকা, অংশিনী, বিতরিকা, বিভাজিকা।
বিপরীতার্থক শব্দ: অংশী (পুংলিঙ্গার্থে)।
ইংরেজি: (fem.) having aclaim to ashare, entitled to a share।