অংশবতী
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ব্+অ+ত্+ঈ
উচ্চারণ:
ɔŋ.ʃo.bo.t̪i (অঙ্‌.শো.বো.তি)
শব্দ-উৎস: সংস্কৃত অংশবতী> বাংলা অংশবতী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষণ
অর্থ: অংশের অধিকার রাখে এমন নারী বা ভাগের অধিকারিণী।
সমার্থক শব্দাবলি: অংশগ্রাহিকা, অংশগ্রাহিণী, অংশধরা, অংশবতী, অংশভাগিনী, অংশলা, অংশহরা, অংশহারিণী, অংশাদা, অংশাদী, অংশিকা, ভাগপ্রাপ্তা, ভাগযুক্তা

বিপরীতার্থক শব্দ: অংশবান্ (পুংলিঙ্গে)
ইংরেজি:
having aclaim to ashare