অংশভাগিনী
উচ্চারণ: ɔŋ.ʃo.bʰa.gi.ni
(অঙ্.শো.ভা.গি.নি)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশভাগিনী}>বাংলা
অংশভাগিনী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ
{√অংশ্
(ভাগ করা) +অ
(অ),,কর্মবাচ্য}
+ভাগিনী
{√ভজ্
(ভাগ
করা) +ইন্
(ণিনি)}
+ঈ
(ঈপ্)}।
অংশের ভাগিনী/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: অংশের ভাগ গ্রহণ করে এমন নারী।
সমার্থক শব্দাবলি: অংশগ্রাহিকা, অংশগ্রাহিণী, অংশধরা, অংশবতী, অংশভাগিনী, অংশলা, অংশহরা, অংশহারিণী, অংশাদা, অংশাদী, অংশিকা।
বিপরীতার্থক শব্দ: অংশভাগী (পুংলিঙ্গে)